নিঃশব্দে নৌ-জাহাজ বিধ্বংসকারী ভারতীয় নৌবাহিনীর আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা

নিঃশব্দে নৌ-জাহাজ বিধ্বংসকারী ভারতীয় নৌবাহিনীর আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা

নয়াদিল্লী || আরব সাগরে আজ ভারতীয় নৌবাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি নিঃশব্দে নৌ-জাহাজ বিধ্বংসকারী আইএনএস চেন্নাই থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। উচ্চগতির ক্ষেপনাস্ত্রটি উৎক্ষেপণের পর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

‘প্রাইম স্ট্রাইক ওয়েপন ’ বা বড় ধরণের আগ্নেয়াস্ত্র হিসেবে ব্রহ্মস এক দূরপাল্লার ক্ষেপনাস্ত্র। এই ক্ষেপনাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিঁখুতভাবে আঘাত হানতে সক্ষম। এরফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে । ভারত ও রাশিয়ার যৌথভাবে এই ব্রহ্মস ক্ষেপনাস্ত্রের নকশা, উন্নতি এবং উৎপাদন করা করছে।

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও-কে ধন্যবাদ জানিয়েছেন। ডিডিআর অ্যান্ড ডি-এর সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি ডিআরডিও-র বিজ্ঞানী ও সমস্ত কর্মীদের এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ব্রহ্মস ক্ষেপনাস্ত্র বিভিন্নভাবে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করবে।

Related Stories

No stories found.
logo
The News Agency
www.thenewsagency.in